সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
বিগত সপ্তাহে শেষ দুটি দিনই বাজার ছিল মারাত্মক ভোলাটাইল। ব্যাঙ্ক নিফটিতে অসম্ভব রকম উপর-নিচ দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার এক দিনে ১০০০ পয়েন্ট নিচ থেকে শুক্রবার আবার ৫০০ পয়েন্ট উপরে। এই অবস্থায় বাজারে নিবেশ করা একদমই উচিত নয়। আগামী সপ্তাহে বাজারে একই প্রকার উপর-নিচ দেখতে পাওয়া যাবে এমনই আশা করা যায়।
দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কি দাঁড়ালো তা একবার দেখে নিই:
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.34 ( -0.04 ), GBPINR Rs. 94.82 ( -0.00 ), EURINR 86.02 (+0.08 ) , JPYINR Rs. 70 ( -0.04 ).
গতকাল সোনার দর ছিল ৫০৭১২ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০৫৫২ (-০.৩২% ) টাকা । যা গতকালের তুলনায় ১৬০ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৬১৫৫৩ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬১৬৫৩ ( +০.১৯% ) টাকা । যা গতকালের তুলনায় ১১৮ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com