সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
গতকাল আমরা বলেছিলাম, রিয়েলটি সেক্টর বাজারকে বাড়াতে সহয়তা করছে। আজও দিনের শেষে রিয়েলটি সেক্টর সর্বাধিক বাড়ে। অত্যধিক ভোলাটিলিটি বাজারে নিবেশ করার জন্য সঠিক সময় নয়। আজ সারাদিনই বাজারে মারাত্মক উপর-নিচ দেখতে পাওয়া গেল। ব্যাঙ্ক এবং এনবিএফসি শেয়ার ছিল সবথেকে ভোলাটাইল। দিনের শুরুতেই ৪৫০ পয়েন্ট উপরে চলে যায় ব্যাঙ্ক নিফটি। দিনের মাঝামাঝি সময়ে -৩৫০ পয়েন্ট নিচে চলে আসে। শেষে আবার ৩৫০ পয়েন্ট উপরে বন্ধ হয়। পাশাপাশি নিফটি শেয়ারগুলিতেও একই রকম মুভমেন্ট লক্ষ্য করা যায়।
এনবিএফসি জায়ান্ট বাজাজ ফিনান্স তার দ্বিতীয় ত্রৈমাসিক রেজাল্ট আগের বছর একই সময়ের ফলাফলের তুলনায় ১৫০০ কোটি টাকা কম মুনাফা করে। পাশাপাশি -৩৬% ব্যাবসা নিচে চলে আসে। যদিও তার ইন্টারেস্ট ইনকাম ৪% বৃদ্ধি পেয়েছে।
দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা বাড়লো বা কমলো তা একবার দেখে নিই:
বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.58 ( +0.12 ), GBPINR Rs. 96.73 ( +1.68 ), EURINR 87.35 (+0.54 ) , JPYINR Rs. 70 ( +0.01 ).
গতকাল সোনার দর ছিল ৫০৯১০ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫১২৬৪ (+০.৭০% ) টাকা । যা গতকালের তুলনায় ৩৫৪ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।
গতকাল রুপোর দর ছিল ৬৩১২৪ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬৩৬০০ ( +০.৭৫% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৭৬ টাকা বেশি ( রাত ৯টা পর্যন্ত ) ।
( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)
শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip GharaiShare market analystMobile: +91 90880 20249Whatsapp : +91 90880 20249e-mail: gharai25@gmail.com