সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

জি ডি পি -র ১৫% অর্থাৎ ২৯.৮৭ লক্ষ কোটি টাকা লকডাউন সময় কালে প্যাকেজ হিসাবে সাহায্য ঘোষণা করেছে আর বি আই এবং দেশের সরকার। আজ এক প্রেস বিজ্ঞপ্তি তে একথা জানান দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বাজার দিনের শুরু থেকেই নিচের দিকে চলতে শুরু করে। এই মাসে এই প্রথম বারের জন্য বাজার নিচে বন্ধ হলো। ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল সেক্টর এ প্রফিট বুকিং লক্ষ করা যায়। এফ এম সি জি এবং কেমিক্যাল সেক্টর অনেটাই উপরে বন্ধ হয়। তবে এখন ও বাজার উর্ধমুখী। এমাসে এখনও পর্যন্ত ফরেন ইনভেস্টর ৩০ হাজার কোটি টাকা ক্রয় করেন।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা ( কমলো/ বাড়ল ) তা একবার দেখেনি:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১২৬৯০.৮০-০.৪৬৫৮.৩৫১২৭৪১.১৫১২৬২৪.৮৫
সেনসেক্স৪৩৩৫৭.১৯-০.৫৪  ২৩৬.৪৮৪৩৫৪৩.৯৬৪৩১২৭.৫৫
ব্যাঙ্কনিফটি২৮২৭৮.৮০  –.৯৬৫৬৬.২০
নিফটি এফ এম সি জি.২৮%
নিফটি রিয়েলটি.৭৪%
নিফটি মিডিয়া.৬৬%

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.65 ( +0.27 ), GBPINR Rs. 98.37 ( -0.05 ), EURINR 88.08 (+0.41 ) , JPYINR Rs. 71 (+0.60 ).

গতকাল সোনার দর ছিল ৫০১৬৯ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫০৬৫৩ (+০.৯৬% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৮৪ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬২৫৪১ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬২৭৬৫ (+০.৩৬% ) টাকা । যা গতকালের তুলনায় ২২৪ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)


শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version