এক নজরে

#SSCRecruitmentCase: হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তি SSC-এর প্রাক্তন দুই কর্তার

By admin

April 05, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তবে তদন্তে তাঁকে সবরকম সহযোগিতা করতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একই নির্দেশ অন্য আর এক অভিযুক্ত আলোক কুমার সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানাল আদালত। আর সেই নির্দেশ মেনেই সিবিআই দফতরে যান শান্তিপ্রসাদ সিনহা। মঙ্গলবার বিকেল তিনটেয় তাঁকে ডাকা হলেও বিকেল পাঁচটায় তিনি সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হন। সার্ভে পার্ক থানার পুলিশ তাঁকে গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে যায়।

তবে এদিন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই প্রাক্তন কর্তা নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নানারকম উত্তর দিতে থাকেন সিবিআইয়ের গোয়েন্দাদের। তিনি দাবি করেন, কম্পিউটারে ত্রুটির জন্য বিতর্কিত প্যানেলে থাকা নামগুলি অন্তর্ভুক্ত হয়েছিল। এমনকী তিনি এও দাবি করেন যে প্যানেল অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের এই উত্তর কোনওভাবেই বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
গোয়েন্দারা তাকে প্রশ্ন করেন কোনও রাজনৈতিক প্রভাব ছিল কি না এই বিতর্কিত প্যানেল অন্তর্ভুক্তির জন্য। তিনি এই প্রশ্নের উত্তর সরাসরি না বললেও, ঘুরিয়ে বলেন, আমাকে যেভাবে ওই প্যানেল দেওয়া হয়েছিল, আমি সরাসরি তা কম্পিউটারে তুলতে বলি। তাতে কী নাম ছিল, কতজন পাস করেছিল, তা আমি দেখিনি। এরপর গোয়েন্দারা তাঁকে আরও স্পষ্ট ভাষায় প্রশ্ন করেন, রাজনৈতিক প্রভাব ছিল কি না? সেই উত্তর তিনি নানা অছিলায় এড়িয়ে যান বলে সূত্রের খবর। সিবিআইয়ের দুঁদে গোয়েন্দারা প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বিভিন্ন প্রশ্ন করেন।

উল্লেখ্য, মঙ্গলবারই বেলা তিনটের সময় শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ওই নির্দেশে বলা হয়েছিল, প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। ওই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে এদিনই বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাও-এর নবগঠিত ডিভিশন বেঞ্চে আবেদন করেন। প্রথমে বেঞ্চ জানায়, এখন শুনানি সম্ভব নয়। আবেদনকারীকে বুধবার বেলা দুটোয় দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়। পরে অবশ্য তিনি মামলা গ্রহণ করতে রাজি হন। বিচারপতি জানান, একক বেঞ্চের নির্দেশমতো বেলা ৩টেয় শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে হাজির হতে হবে। তবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন।

মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নতুন ডিভিশন বেঞ্চ গঠনের কথা ঘোষণা করেন। সোমবার একাধিকবার ডিভিশন বেঞ্চের কথা ঘোষণা করা হয়। তবে বিচারপতিরা এসএসসির মামলা শুনতে চান নি। সন্ধ্যা পর্যন্ত তিনবার বদল হয় ডিভিশন বেঞ্চ। শেষে বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বে ডিভিশন বেঞ্চ গঠনের কথা জানান প্রধান বিচারপতি। মঙ্গলবার সকালে বিচারপতি জয়মাল্য বাগচীও এসএসসির মামলা থেকে অব্যহতি চান। আবেদনকারীরা দফায় দফায় প্রধান বিচারপতির এজলাসে ছোটেন। শেষে দুপুরের পর বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে নতুন বেঞ্চ গঠনের কথা ঘোষণা করা হয়। বেঞ্চের নির্দেশে আপাতত স্বস্তি মিলল কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার।