এক নজরে

বলিউডে শাহরুখের ৩০ বসন্ত

By admin

June 26, 2021

কলকাতা ব্যুরো: ১৯৬৫ সালে জন্ম হলেও বলিউড জগতে SRK র জন্ম হয় ২৫ জুন, প্রায় ২৯ বছর আগে। এই যাত্রাপথ এ বছর ৩০ শে পা দিলো। দিওয়ানা ছবির হাত ধরে বলিউড জগতের সাথে তিনি প্রথম পরিচিত হন srk রূপে।

এই ছবিতে তিনি লিড অভিনেতা রূপে না থাকলেও বাইক চালাতে চালাতে তার এন্ট্রি, পাগল প্রেমিক রূপে তার অভিনব চরিত্র দর্শকের মনে জায়গা করে নেয় এবং তার বিপরীতে থাকা ঋষি কাপুরের থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেন তিনি। খুব কম সময়ের মধ্যে srk জনপ্রিয়তা লাভ করে। একজন বহিরাগত থেকে এখন তিনি বলিউডের “king khan” রূপে উঠে আসা খুব একটা সহজ বিষয় না। তিনি তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের জন্য আজ তিনি এই জায়গায়।

ক্যারিয়ারের প্রথম দিকে, বাজিগর (১৯৯৩), দার (১৯৯৩) এবং আনজাম (১৯৯৪) ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য স্বীকৃত ছিলেন । এরপরে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গ (১৯৯৯), দিল তো পাগল হাই ( ১৯৯৯ ), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৯), মহব্বতাইন (২০০০) এবং কখনও খুশি কাবি ঘাম সহ ধারাবাহিক রোমান্টিক ছবিতে অভিনয় করার পরে তিনি” king of romance” নামে অভিহিত হতে লাগলেন। একজন মদ্যপ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন দেবদাস (২০০২), স্বদেশে নাসার বিজ্ঞানী রূপে (২০০৪), চাক দে ইন্ডিয়াতে একজন হকি কোচ ! (২০০৭) চরিত্রে অভিনয় করেছেন । তিনি বিভিন্ন সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের বুঝিয়ে দিয়েছেন যে কেন তাকে “ king of bollywood” বলা হয়।

অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো স্বামী। তিনি ধর্মে মুসলিম এবং তার স্ত্রী গৌরী একজন হিন্দু। বিয়ের পর তিনি কখনো তার স্ত্রীকে ধর্ম বদলের জন্য জোর করেননি এবং তিনি তার তিন সন্তানকে হিন্দু ও মুসলিম দুই ধর্মে দীক্ষিত করছেন তার মতে তাঁদের এটা স্বাধীনতা।

বর্তমানে জনপ্রিয়তার নিরিখে ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল অভিনেতা হিসাবে গণ্য করা হয়। তার ঝুলিতে রয়েছে ৮০র বেশি হিন্দি মুভি, ১৪ টি ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ডস এছাড়াও ভারত সরকার তাকে পদ্মশ্রী, ফ্রান্স সরকার তাকে The Ordre des Arts et des Lettres সন্মান প্রদান করেছে।

এছাড়াও তিনি নিজের প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ত্রাণ সরবরাহ করেছে এবং শিশুদের শিক্ষার সমর্থনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জন্য ২০১১ সালে তিনি ইউনেস্কোর পিরামিড কন মার্নি পুরষ্কারে ভূষিত হয়েছেন । ভারতে মহিলাদের ও শিশু অধিকারে চ্যাম্পিয়ন করার নেতৃত্বের জন্য ২০১৩ সালে ক্রিস্টাল পুরষ্কার তিনি নিয়মিতভাবে ভারতীয় সংস্কৃতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতে উপস্থিত হন এবং ২০০৮ সালে নিউজউইক তাকে বিশ্বের পঞ্চাশতম শক্তিমান ব্যক্তির মধ্যে একজন হিসাবে চিহ্নিত করে। ২০১৫ সাল পর্যন্ত, খান মোশন পিকচার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং এর সহযোগী সংস্থার -চেয়ারম্যান ছিলেন। তারপর বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স এবং ক্যারিবীয় প্রিমিয়ার লিগ দলের ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ-মালিক হিসাবে রয়েছেন । ২০১২, ২০১৩ এবং ২০১৫ সালে ফোর্বস ইন্ডিয়ার “সেলিব্রিটি ১০০ তালিকায়” শীর্ষে ছিলেন বর্তমানে তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি । তাঁর সম্পদের পরিমাণ ধরা হয়েছে 400-600 মিলিয়ন মার্কিন ডলার। একটি জনপ্রিয়তার সমীক্ষায় দেখা গেছে, বিশ্বজুড়ে ৩.২ বিলিয়ন মানুষ শাহরুখ খানকে বেশি চেনেন টম ক্রুজের চেয়ে অর্থাৎ তার এই জনপ্রিয়তা বিশ্বব্যাপী।