কলকাতা ব্যুরো: বলিউডে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এবার কোভিড পজিটিভ খোদ বলিউড বাদশা শাহরুখ খান। রবিবারই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। অভিনেতা নিজে এখনও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু জানাননি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর। শোনা যাচ্ছে, বন্ধু করণ জোহরের পার্টিতে গিয়েই সংক্রমিত হয়েছে বলিউড বাদশা।
গত কয়েকদিনে একাধিক বলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কোভিড পজিটিভ হওয়ার কারণে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি অক্ষয় কুমার। তারপরই আবার সম্প্রতি কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন সুস্থ।
তবে পরপর তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত অনুরাগীরা। উল্লেখ্য, গত ২৫ মে প্রযোজক-পরিচালক করণ জোহরের পঞ্চাশতম জন্মদিনের পার্টি ছিল। প্রায় গোটা বলিউড সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন। অনেকেই সেজেগুজে হাজির হয়েছিলেন। মনে করা হচ্ছে, করণের জন্মদিনের পার্টি থেকেই সংক্রমণ ছড়িয়েছে। সেখান থেকেই নাকি প্রায় পঞ্চাশজন সংক্রমিত হয়েছে। করণের পার্টিতে ছিলেন শাহরুখ খানও। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে তাঁর নাচের ভিডিও।
কেমন আছেন শাহরুখ? সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, নিজেকে আইসোলেশনে রেখেছেন বলিউড বাদশা। গতকাল অর্থাৎ শনিবারই নিজের নতুন ছবির কথা ঘোষণা করেছেন তিনি। দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতে ‘জওয়ান’ হিসেবে দেখা যাবে শাহরুখকে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’। সবক’টি ছবিই ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা। ‘পাঠান’ ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করছেন শাহরুখ।