কলকাতা ব্যুরো: আর থাকতে পারলে না বাবা। বুধবারও জামিন পাননি মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খান। অবশেষে বৃহস্পতিবার সকাল সকাল ছেলেকে স্বচক্ষে দেখতে এলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কালো চশমা আর ধূসর রঙের টি-শার্টে অভিনেতা বৃহস্পতিবার সকালে আর্থার রোড জেলে পৌঁছন। দু’জনের মধ্যে মিনিট পনেরোর মতো কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়ে গাড়িতে উঠে পড়েন শাহরুখ।
গত ৩ অক্টোবর মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজে তল্লাশি চালিয়ে মাদক নেওয়ার অভিযোগে আরিয়ান খান-সহ ১১ জনকে আটক করে এনসিবি। তাঁদের সকলের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলেও শাহরুখ-পুত্র আরিয়ানের কাছ থেকে কোনও মাদক মেলেনি বলে জানা গিয়েছে। পরে ৩ জনকে ছেড়ে দিলেও এনসিবি আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়ে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচা সহ বাকিদের গ্রেফতার করেন।
এই ঘটনায় ভীষণ মুষড়ে পড়েছেন শাহরুখ ও গৌরী খান। আপাতত ছবির শ্যুটিং শিকেয় তুলে মুম্বইয়ে স্ত্রী ও পরিবারের পাশে রয়েছেন শাহরুখ। ছেলের জামিনের সবরকম চেষ্টা করছেন তাঁরা। ঘটনার পর ১৮ টা দিন কেটে গেলেও প্রকাশ্যে আসেননি শাহরুখ। কোনও প্রতিক্রিয়া জানাননি সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও। বলিউডের অন্য অভিনেতা-সহ বিখ্যাত ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। এনসিবি-এর অধীনে জেরা চলাকালীন মা গৌরী খান আরিয়ানের প্রিয় বার্গার কিনে নিয়ে গিয়েছিলেন। তাও খেতে দেওয়া হয়নি আরিয়ানকে।
ছেলেকে ৪ হাজার ৫০০ টাকা পাঠিয়েছেন জেলের ক্যান্টিন থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনতে। কিছুদিন আগে আর্থার রোডের জেল থেকে আরিয়ান ভিডিয়ো কলের মাধ্যমে মায়ের নম্বরে ফোন করে ১০ মিনিট কথা বলেছেন পরিবারের সঙ্গে। বুধবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে বিশেষ এনডিপিস আদালত। তারপর আরিয়ান খানের জামিনের জন্য বম্বে হাইকোর্টে যান আইনজীবীরা। বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও আগামী ২৬ অক্টোবর ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি হবে বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবীরা।