এক নজরে

#Bus Accident : দুর্ঘটনার কবলে কলকাতা-শিলিগুড়িগামী বাস

By admin

July 20, 2022

কলকাতা ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে গেল কলকাতা-শিলিগুড়িগামী বেসরকারি বাস (Bus Accident)। ইতিমধ্যে মারা গিয়েছেন ২ জন, আহত কমপক্ষে ২০। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে অসম যাওয়ার উদ্দেশ্যে বাসটি (Bus Accident) রওনা দিয়েছিল। বুধবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি হাস্কিং মিলের ফ্যাক্টরির ভিতরে ঢুকে উলটে যায়। দুর্ঘটনার সময় বাসে ছিলেন প্রায় ৭০ জন যাত্রী। বাসটিতে বেশ কিছু বাংলাদেশি নাগরিকও ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তবে তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি। আনুমানিক বয়স ৫০ বছর। অসুস্থ আরও ৯ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে এক শিশু নিখোঁজ। তার খোঁজ চলছে। যদিও এখনও নয়ানজুলি থেকে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা (Bus Accident)? স্থানীয়দের দাবি, ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি। তবে দুর্ঘটনার কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।