কলকাতা ব্যুরো: হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় তিনজনের মৃত্যুর মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের হলদিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। গুরুতর আহতদের গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ মকড্রিল চলছিল আইওসিএলের রিফাইনারিতে। সেই সময় রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এলাকায় পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, হলদিয়ার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দমকলে দুটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে তার আগেই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে, অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। ঠিক কতজন গুরুতর আহত তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে খবর, হলদিয়া থেকে ৩০ টি অ্যাম্বুলেন্স কলকাতায় আসছে। যাঁদের আশঙ্কাজনক অবস্থা, তাঁদের শরীরের কত শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে, তার উপর ভিত্তি করে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি করানো হচ্ছে।

যাঁদের শরীরের ৭০-৭৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে, তাঁদের রুবি মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৩০ শতাংশ পর্যন্ত যাঁদের শরীর পুড়ে গিয়েছে, তাঁদের মেডিকা, রুবি এবং সিএএমআরআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version