এক নজরে

তিন ঘণ্টায় সাত বাসে আগুন ঢাকা শহরে

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাতটি বাসে আগুন দিল দুষ্কৃতীরা। আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রায় সবকটি বাসই পুড়ে গিয়েছে। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করার খবর নেই।দমকল থেকে জানানো হয়েছে, বেলা বারোটা নাগাদ প্রথম বাসে আগুন দেওয়া হয় শাহজাহানপুরে। এরপর দ্রুত কাটাবন, মতিঝিল, গুলিস্তান, গোলাপ শাহ মাজার এলাকায় আরো একটি করে বাসে আগুন দেয় দুষ্কৃতীরা। সেখানে যখন দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তখন নয়াবাজার এবং প্রেসক্লাবের কাছে দুটি বাস জ্বালিয়ে দেওয়া হয়।

পুলিশের বক্তব্য, প্রথম বাসে আগুন দেওয়ার দের ঘন্টায় মোট ছয়টি বাসে আগুন দেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যে বিকেল চারটে নাগাদ আগুন দেয় দুষ্কৃতীরা। বিকেলে ভাটরা কোকাকোলা মোড়ে একটি বাসে আগুন দেয় এক ব্যক্তি। তাকে যাত্রীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি যাত্রী সেজে বাসে উঠেছিলেন।

ঢাকায় এখন ১৮ আসনের উপনির্বাচন চলছে। সেই উপ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপির যুব সংগঠন এদিন সকাল থেকে বিক্ষোভ মিছিল করছিল। তাদের থেকেই কোন দুষ্কৃতী এমন আগুন লাগানোর ঘটনায় যুক্ত কিনা তা নিয়ে এখনো মুখ খোলেননি পুলিশ। যদিওওই উপনির্বাচনের কারচুপি নিয়ে আওয়ামী লীগ সহ বিরোধীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। কিন্তু এভাবে প্রকাশ্যে দিনের বেলায় পরপর শহরের মধ্যে সাতটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার পেছনে বড় পরিকল্পনা এবং নাশকতার ছক দেখছে পুলিশ।