কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শেখর বসু ছিলেন ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। ভাবা এটোমিক রিসার্চ সেন্টারের প্রাক্তন অধিকর্তাও ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হন বিশিষ্ট এই বিজ্ঞানী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরমাণু শক্তি কমিশনের আর এক প্রাক্তন চেয়ারম্যান অনিল কাকদকার।