কলকাতা ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের কার্যালয়ে কেন পুলিশি তল্লাশি? তা জানতে চেয়ে আগেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। মঙ্গলবারই সেই রিপোর্ট পেশ হওয়ার কথা। এবার একই প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিনা নোটিসে কেন বিরোধী দলনেতার বাড়িতে পুলিশি হানা? প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, ওয়ারেন্ট ছাড়া কীভাবে বিরোধী দলনেতার অফিসের তল্লাশি চালাল পুলিশ? এদিন তাঁকে মামলাটি দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।
গত রবিবার সন্ধে নাগাদ নন্দীগ্রামে শুভেন্দুর কার্যালয়ে আচমকাই তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিকরা। সেই সময়ে কার্যালয়ে ছিলেন না বিরোধী দলনেতা। খবর পেয়েই তিনি ক্ষোভে ফেটে পড়েন। টুইটে অভিযোগ তোলেন, আগাম নোটিস, ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
এরপর ওইদিন রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড় এই বিষয়ে হস্তক্ষেপ করেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পুলিশ কর্মী নিয়ে এক অফিসার কার্যালয়ে গিয়েছেন। অন্য একজন ভিডিওগ্রাফি করছেন। ওই টুইটেই রাজ্যপাল জানিয়েছেন, শুভেন্দু তাঁকে পুলিশি হামলার অভিযোগ জানিয়েছেন। সেই ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী নিজে এ নিয়ে মামলা দায়ের করার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন জানান। আবেদন মঞ্জুর করেন তিনি। দায়ের হয় মামলা। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রে খবর।