কলকাতা ব্যুরো: মুম্বাইয়ের জুহু তারা রোডে ইন্দ্রজিৎ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির মধ্যেই নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর একটি দল গেলো সুশান্ত সিং ঘনিষ্ঠ সাম্যুয়েল মিরান্ডার বাড়িতে। রেহার পাশাপাশি এখন মিরান্ডার বাড়িতেও মাদকের মামলায় লিংক খুঁজছেন তদন্তকারীরা।

এর আগে বেশ কয়েকবার মিরাণ্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একদিকে সুশান্তের টাকা পয়সা, অন্যদিকে মাদক সংক্রান্ত বেশ কিছু তথ্য পেতে তাকে তলব করেছিল ইডিও।

Share.
Leave A Reply

Exit mobile version