এক নজরে

জম্মু ও কাশ্মীরের হীরনগরে পাকিস্তান সীমানা থেকে সুড়ঙ্গের সন্ধান

By admin

January 23, 2021

কলকাতা ব্যুরো : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভারত-পাক সীমান্তে সন্ধান মিলল ফের এক সুড়ঙ্গের। শনিবার সেটির খোঁজ পায় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশের জন্য হীরনগরে পাকিস্তান সীমানা থেকে ওই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। পরিসংখ্যান বলছে, গত কয়েক মাস ধরেই সুড়ঙ্গ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক জেহাদিরা। এমনকী, এই পথে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে। এ নিয়ে একই এলাকা থেকে গত ৬ মাসের মধ্যে চতুর্থ সুড়ঙ্গের হদিশ মিলল।

এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, ‘সীমান্তে সুড়ঙ্গ খোঁজার অভিযান চলছিল। সেই অভিযানেই শনিবার জম্মুর পানসার এলাকায় কটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায়। বিপি নম্বর ১৪ থেকে ১৫ মধ্যে ওই সুড়ঙ্গ মেলে। এই সুড়ঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার। মাটির ৩০ ফুট গভীরে খোঁড়া হয়েছিল ওই সুড়ঙ্গটি।’

বিএসএফের আশঙ্কা, চোখ এড়িয়ে অনুপ্রবেশ করতেই এই সুড়ঙ্গ কেটেছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। এই পথে এসে সেনা পোস্টে হামলার চালনার পরিকল্পনা থাকাও অসম্ভব নয়।