কলকাতা ব্যুরো : শিয়ালদোহো স্টেশনের চেনা ছবি আর দেখা যাবে না। রংচটা দেওয়াল, হকারের ভিড়, ইতিউতি পলেস্তারা খসে পড়া আর চোখে পড়বে না। একেবারে ঝা চকচকে হতে চলেছে সিয়ালদোহো স্টেশন। সুইট, লাউঞ্জে, শপিং মল , রেস্তোরা সব মিলিয়ে বিমানবন্দরের মত চেহারা নেবে কলকাতার এই রেল স্টেশন টি।

প্রায় ১২ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে প্রতিদিন। তাদের আরো সুবিধা দিতে একেবারে মডার্ন হয়ে উঠবে স্টেশন। কাজ অনেকটা এগিয়ে গেছে। করোনার জন্য ট্রেন চলাচল বন্ধ অনেক দিন। আর সেই সুযোগেই ভোল বদলে ফেলতে চলেছে এই ব্যস্ততম রেল স্টেশন। একজিকিউটিভ লাউঞ্জে যাত্রীদের জন্য চাইনিজ থেকে তন্দুরি সব রকম খাবারের বন্দোবস্ত রাখছে রেল। দাম ও আয়ত্বের মধ্যেই। যাত্রীদের জন্য এ সি ডরমেটরি, টু বেড, ফোর বেড অথবা সুইট ও মিলবে। ট্রেন আসতে দেরি হলে সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা। ভাড়া ৫০০ থেকে ৩০০০ এর মধ্যেই। স্টেশনের দোতলায় করা হয়েছে এই পাঁচ তারা বন্দোবস্ত।

১ নম্বর গেটের সামনে হকার আর থাকছে না। পাশে টিকিট কাউন্টার ও আর থাকবে না। ওই জায়গা ঘিরে দেওয়া হবে। শোনা যাচ্ছে এক সংস্থাকে ভাড়া দেওয়া হবে। দক্ষিণ শাখায় প্ল্যাটফর্মের কাছে তৈরি হবে শপিং মল। বিভিন্ন ছোটো ছোট দোকান ও ভাড়া দেওয়া হবে। রেল থেকে জানানো হয় প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের কথা মাথায় রেখেই যাত্রী স্বচ্ছন্দ আর পরিষেবার এই উন্নতির কথা ভাবা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version