কলকাতা ব্যুরো: শুক্রবার ইস্ট ওয়েস্ট মেট্রোর ইতিহাসে একটা বিশেষ দিন।ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত একদিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হচ্ছে শুক্রবার। ঠিক তার আগেই বুধবার মেট্রো কর্তাদের কাছে এলো খুশির খবরটা। ইস্ট ওয়েস্ট মেট্রোর বাজেট বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার। বরাদ্দ বেড়ে হয়েছে ৮ হাজার ৫৭৫ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেট বরাদ্দ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সেইসঙ্গে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষের মেয়াদ ধার্য হয়েছে। দিন চারেক আগেই ফুলবাগান স্টেশন উপলক্ষ্যে আগামী বছরের ডিসেম্বরে এই প্রকল্প শেষ করার কথা বলেছিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। সেকথা যে কেবল কথার কথা নয় তা বোঝা গেল এদিনের মন্ত্রিসভার বাজেট বরাদ্দ দেখে। ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২১ সালের নির্বাচনের কথা মাথায় রেখেই এই প্রকল্পে গতি আনতে চাইছে কেন্দ্র। এর আগে একাধিকবার নানা সমস্যায় থমকে গিয়েছে প্রকল্পের কাজ। বারে বারে বেড়েছে বরাদ্দ। তাতেও এবার সম্মতি কেন্দ্রের।হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে শুক্রবার। এখন উর্বী নামে যে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে, সেটি শিয়ালদহ এলাকায় পৌঁছে গিয়েছে। কাল কমপ্লিট হবে একদিকের সুড়ঙ্গ খোঁড়া।ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হলে ক্রেনের সাহায্যে টিবিএম-টিকে পাশের টানেলে বসানো হবে। তারপর শুরু হবে শিয়ালদহ থেকে বৌবাজার পর্যন্ত আর এক দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। যে কাজ শুরু হতে ডিসেম্বরে।