এক নজরে

বদলে যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিকাঠামো

By admin

August 22, 2021

কলকাতা ব্যুরো: শিয়ালদহ মেট্রোর কাজ প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই মেট্রো রেলওয়ে সূত্রে খবর, স্টেশনের গেট থেকে শুরু করে পার্কিংয়ের জায়গা পর্যন্ত সবটাই সাজানোর কাজ শেষ। স্টেশন চত্বরের রাস্তারও খোলনলচে বদলে ফেলা হবে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। সুতরাং ভোলবদল হচ্ছে ব্যস্ততম শিয়ালদহ স্টেশন চত্বরের। তার জেরেই বদলে যাচ্ছে পূর্ব রেলের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ। হচ্ছে আরও বেশি ঝাঁ চকচকে।

সূত্রের খবর, চলতি বছরের কালীপূজোর মধ্যেই বদলে যাবে গোটা স্টেশন চত্বর। ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই অসংখ্য যাত্রী মেট্রো ব্যবহার করবেন। যেহেতু মেট্রো স্টেশন আর রেলের স্টেশন একেবারেই পাশাপাশি উঠেছে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধায়।

যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর জন্যে থাকছে একাধিক প্রান্তে সিঁড়ি। মোট ১৮টি এসক্যালেটর রাখা হচ্ছে। মোট টিকিট কাউন্টার থাকছে ২৭টি। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে।