কলকাতা ব্যুরো: দৈনিক ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন শিয়ালদা স্টেশন ছুঁয়ে। তাই আর কম নয়, প্রথম দফায় ৪৬ শতাংশ ট্রেন চালু হচ্ছে শিয়ালদা থেকে। পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে, বুধবার থেকে মোট ৪২৫ ট্রেন শিয়ালদা হয়ে যাতায়াত করবে শহরতলীতে। যদিও দক্ষিণ পূর্ব রেল প্রথম দফায় ২০ শতাংশ ট্রেন চালু করবে। করোনা আবহের পর লোকাল ট্রেন চালু করা নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল।
গত সপ্তাহে এব্যাপারে রেল ও রাজ্য বৈঠক হয়। প্রথম দফায় ১৫ শতাংশ পর্যন্ত ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। কিন্তু এত কম ট্রেন চললে যাত্রীদের ভিড় সামাল দেওয়া সম্ভব হবে না বলে হাত তুলে দেয় রাজ্য সরকার। গতকাল বৈঠকেও জানিয়ে দেওয়া হয় করোনা আবহে কম ট্রেন দিলে বিশাল সংখ্যক পুলিশ এর প্রয়োজন সামাল দিতে। কম ট্রেন দেওয়া হলে সেখানে অন্যদিকে নিরাপত্তা দেওয়া সমস্যা হবে বলে উঠে এসেছিল আলোচনায়।
এরপর শুক্রবার প্রাথমিকভাবে রেল জানিয়ে দিল, শিয়ালদা ডিভিশনের এক ধাক্কায় ৪২৫ ট্রেন চালানো হবে। সাধারণ সময় শিয়ালদা থেকে প্রতিদিন ৯১৫ টি ট্রেন চলাচল করে।