এক নজরে

#RampurhatCrime: বগটুই কাণ্ডে সাসপেন্ড এসডিপিও-আইসি

By admin

March 24, 2022

কলকাতা ব্যুরো: ক্লোজ করার পর এবার সাসপেন্ড করা হলো রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। একইসঙ্গে অপসারণের পর সাসপেন্ড করা হল রামপুরহাটে এসডিপিও সায়ন আহমেদকেও ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে এসে পুলিশের ভূমিকা নিয়ে সরব হওয়ার পরেই তাঁদের সাসপেন্ড করা হলো৷ এদিকে রাতেই খবর ছড়ায় বদলি করা হচ্ছে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী কে। তার জায়গায় দায়িত্ব দেওয়ার কথা আই পিএস ধৃতিমান সরকারের। যদি বেশি রাত পর্যন্ত এই সংক্রান্ত কোনো নির্দেশিকা বের হয়নি।

রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন৷ তারপরে গ্রামজুড়ে তাণ্ডব চালায় তাঁর অনুগামীরা। কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ মারধর করার পর পুড়িয়ে হত্যা কর হয় মহিলা, শিশু-সহ ১০ জনকে ৷ যদিও, বেসরকারি হিসেবে মৃতের সংখ্যাটা আরও বেশি ৷ এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷ ঘটনার পরে পরেই রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে অপসারণ ও আইসি ত্রিদীপ প্রামাণিককে ক্লোজ করা হয়েছিল ৷ এবার তাঁদের সাসপেন্ড করে দেওয়া হল ৷

বৃহস্পতিবার গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রামপুরহাটের এসডিপিও ও আইসির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসডিপিও ও আইসি নিজের দায়িত্ব ঠিক মত পালন করেনি ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের কিছুক্ষন পরেই রামপুরহাটের এসডিপিও ও আইসিকে সাসপেন্ড করে দেওয়া হল। ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে রামপুরহাটের এসডিপিওর দায়িত্ব দেওয়া হলো৷যদিও গোটা ঘটনার পিছনে আরও বড় মাথা আছে বলে অভিযোগ। এই অবস্থায় পুলিশ সুপার পদমর্যাদার অফিসার বদলি হলে রাজনৈতিক দিক থেকেও নতুন কোনো বলি হয় কি না, জল্পনা রয়েছে তাই নিয়েও।