কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আজ থেকেই গুজরাট, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা সহ দেশের নয়টি রাজ্যে চালু হচ্ছে স্কুল। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যই তা চালু হচ্ছে। স্কুলে আসতে হলে পড়ুয়াদের তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিত অনুমতি পত্র আনতে হবে। ৫০ শতাংশ শিক্ষকেই আপাতত খুলতে চলেছে স্কুলগুলি। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, স্কুলগুলিকে কঠোর ভেবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।