এক নজরে

School Reopening Agitation: স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে জোরদার আন্দোলনে SFI

By admin

January 31, 2022

কলকাতা ব্যুরো: স্কুল,কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যজুড়ে সোমবার আন্দোলনে নামলো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। বেলা বাড়তেই সংগঠনের সদস্যরা আইন অমান্য আন্দোলনে নেমে পড়েন। দমদম, বারাসত থেকে শুরু করে চুঁচুড়া, বোলপুর – একাধিক জায়গায় এসএফআইয়ের বিক্ষোভ, প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার। কোথাও কোথাও রাস্তা অবরোধ করা হয়েছে। পাল্টা এবিভিপি-ও সল্টলেকে একই দাবিতে বিক্ষোভ শুরু করে।

বারাসতে প্রতিবাদে নেমে পুলিশি বাধার মুখে পড়েন এসএফআই সদস্যরা। দু’পক্ষের হাতাহাতি বাধে। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ শুরু করে। তবে সেই লাঠিচার্জ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। অন্যদিকে, দমদম বিমানবন্দরের কাছে রাস্তায় বসে অবরোধ শুরু করেন তাঁরা। এখান থেকে আটক করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাসকে। সপ্তাহের প্রথম দিন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়েছে।

স্কুল-কলেজ খোলার দাবিতে লাগাতার বিক্ষোভে শামিল বিশ্বভারতীর এসএফআই নেতৃত্ব। এদিনও বিশ্বভারতীতে বিক্ষোভ শুরু করে এসএফআই সমর্থিত পড়ুয়ারা। কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ডেপুটেশন দিতে যায়৷ কিন্তু, অভিযোগ, গেট আটকে পড়ুয়াদের ঢুকতে বাধা নেয় নিরাপত্তারক্ষীরা।এরপরেই গেটের পাশের তার বেড়া খুলে প্রাচীর টপকে ভেতরে ঢোকে আন্দোলনকারীরা। উপাচার্যের দপ্তরের সামনে বিক্ষোভ চলতে থাকে৷ আন্দোলনের জেরে কেন্দ্রীয় কার্যালয়ে দুদিকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনে ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

বিশ্বভারতীর এফএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সৌ বলেন, ক্যাম্পাস খোলার দাবিতে এদিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। সব দিনের মত আমাদের গেট আটকে বাধা দেওয়া হচ্ছে৷ তাই আমরা তা খুলে প্রাচীর টপকে ঢুকেছি৷ এই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব।