কলকাতা ব্যুরো : ৩০ শে নভেম্বর পর্যন্ত রাত্রের স্কুল ও কলেজ গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক চললে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলবে ডিসেম্বর মাসে। কতজন নিয়ে স্কুল হবে, কবে স্কুল খুলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য। তবে চলতি মাসের মধ্যেই বিধি-নিষেধের একটি খসড়া তৈরি হবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। কিভাবে ভাগে ভাগে পড়ুয়াদের স্কুলমুখী করা যায় তা স্থির হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনটাই জানিয়েছেন।

নবান্ন সূত্রে খবর আপাতত ৩০ শে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে স্কুল-কলেজে‌। শিক্ষা ও শিক্ষা কর্মীদের এই সময় স্কুল কলেজে আসতে হবে না। শারীরিক উপস্থিতি প্রয়োজন স্কুলের দরজা খোলার পর। রাজ্যে প্রথম লকডাউন এর সময় থেকেই স্কুল কলেজ বন্ধ। এর মধ্যেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত হচ্ছে স্নাতকের ফল ও। নবান্ন সূত্রে জানা গেছে গোটা প্রক্রিয়া রাজ্য সরকার সুষ্ঠুভাবে মেটাতে চায়। তবে এই পর্বে ৩০ শে নভেম্বর পর্যন্ত রাজ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

পরীক্ষামূলকভাবে সুইমিংপুল ক্রীড়াবিদরা ব্যবহার করতে পারবেন। থিয়েটার মাল্টিপ্লেক্স খোলার ব্যবস্থা করা হয়েছে। তবে অনুষ্ঠান আয়োজন করতে হলে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। লাগবে প্রশাসনের ছাড়পত্র। মাল্টিপ্লেক্সগুলোতে ৫০ শতাংশই আসনই ভর্তি করা যাবে। অন্যদিকে কোনও হলঘর, বাড়ি ভাড়া করে অনুষ্ঠান করলে দুশো জনের বেশি জমায়েত করা চলবে না।

Share.
Leave A Reply

Exit mobile version