কলকাতা ব্যুরো : সেই মার্চ মাস থেকে করোনার জন্য সমস্ত স্কুল গুলি বন্ধ আছে। আপাতত স্কুল গুলি খোলার কোনো সম্ভাবনা নেই। স্কুল কবে খোলা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে বলতে পারছেন না স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধু জানিয়েছেন স্কুল বন্ধ আছে। করোনায় কিভাবে মোকাবিলা করা যায় তার প্রস্তুতি নিচ্ছে সরকার।

আর ঠিক সেই কারনেই, পার্থ বাবু জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে। আজ এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন সিলেবাস কমিটি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ২০২১ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। কোন বিষয়ে কতখানি সিলেবাস কাটছাঁট করা হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন জারি করে জানাবে।

বিভিন্ন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে সিলেবাস কমানোর জন্য অনুরোধ ছিল। তাদের অনুরোধ মেনেই রাজ্য সরকার ২০২১ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস কাটছাঁট করতে চলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version