কলকাতা ব্যুরো: রোদ আর গরমে ব্যতিব্যস্ত রাজ্যে খুশির খবর, আসছে বর্ষা। এর সঙ্গে আরও স্বস্তির খবর, আর কয়েক ঘন্টার মধ্যেই গরমের তাপ কিছুটা হলেও কমবে। কারণ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো বাতাস আর বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দেবে নাগরিকদের। প্রাক বর্ষার এই বৃষ্টিতেই আপাতত কিছুটা পারদ নামবে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি হবে তুলনায় বেশি।


রবিবার দুপুরের পর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ কাল করে মেঘ জমতে থাকে। তার সঙ্গে বইতে থাকে ঝড়ো বাতাস। কিছু কিছু এলাকায় বজ্রপাত হয়। আর সঙ্গে ছিল বৃষ্টি। কয়েকটি জেলাতেও এমন বৃষ্টি হওয়ায়, কিছুটা তাপমাত্রার পারদ নামে।
ঝড়ো বাতাস, বজ্রপাত, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও একেবারে আবহাওয়াজনিত অস্বস্তি কেটে যাবে এমনটা নয়, তবে তার মধ্যেও কিছুটা মন্দের ভালোর মতই প্রবল গরমে নাভিশ্বাস ওঠার সমস্যা সামান্য হলেও কমবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ এগোচ্ছে বঙ্গোপসাগরের দিকে। ফলে নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে বাংলার জন্য। তবে এই নিম্নচাপের সঙ্গেই রাজ্যে বর্ষা নামবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।


ইতিমধ্যে কে রলে বর্ষা ঢুকেছে। এ রাজ্যে ১২ জুনের মধ্যে বর্ষা ঢুকবে। তার আগে ২৪ ঘন্টার মধ্যেই এই মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হবে। ফলে এ রাজ্যের সঙ্গেই দুর্যোগের আশংকা বিহার, ওড়িশা, ঝাড়খন্ড সহ উত্তর পূর্বের কিছু রাজ্যেও।
তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলেও তা নিয়ে এখনই খুব বেশি বিপর্যয়ের আশঙ্কা করছে না হাওয়া অফিস। মূলত বর্ষা এবার রাজ্যে স্বভাবিক হবে বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা। আপাতত সকলের নজর রাজ্যে বর্ষা কবে ঢুকবে সেদিকেই। কারণ ইয়াস চলে যাওয়ার পরে কয়েকদিন আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও, গত কয়েকদিন ধরে প্রবল গরমে নাভিশ্বাস উঠছে নাগরিকদের। এই অবস্থায় বৃষ্টি একমাত্র পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। তাই এখন সেই অপেক্ষা।

Share.
Leave A Reply

Exit mobile version