এক নজরে

স্বেচ্ছাবসরের বড় পরিকল্পনা এসবিআই-র

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: এবার স্বেচ্ছাবসরের বড় পরিকল্পনা করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। জানা গিয়েছে, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সংস্থার ৩০ হাজারের বেশি কর্মীকে ভিআরএসের আওতায় আনা হবে। যাদের ২৫বছর চাকরি হয়েছে কিংবা ৫৫ বছর বয়স হয়েছে তাদের সবাইকেই এই সুযোগ দেওয়া হবে বলে এসবিআই-র খসড়ায় বলা হয়েছে।

যদিও ব্যাঙ্কের মতে, ব্যয় সংকোচের কারণে এই পদক্ষেপ নয়। এটি সম্মানজনক একটি পথ। যদিও খসড়াটি ব্যাঙ্কের বোর্ডে অনুমোদনের জন্য পেশ করতে হবে। এ বছরের মধ্যে ১৪ হাজার কর্মী নিয়োগের প্রস্তাবও তাদের রয়েছে বলে জানা গিয়েছে।

এ বছরের মার্চের শেষে এসবিআই-র মোট কর্মী সংখ্যা ছিলো ২ লাখ ৪৯ হাজার। গত বছর মার্চ মাসে সেই সংখ্যা ছিলো ২ লাখ ৫৭ হাজার।