কলকাতা ব্যুরো: ভোটের ময়দানে নেমে ও শিব চতুর্দশীতে বিড়ম্বনায় পড়লেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
শিবচতুর্দশীতে শিবকে অবমানার দায়ে আসানসোল দক্ষিনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে পোস্টার মারলেন শিব ভাক্তেরা। পেশাগত ভাবে কনডমের বিজ্ঞাপনে তিনি শিবকে অবমাননা করেছেন বলে শিব ভক্তদের অভিযোগ।
শিব চতুর্দশীতে আসানসোল দক্ষিণ বিধানসভার এগেরা অঞ্চলে এই পোস্টর পড়ায় স্বাবাভিক ভাবে অস্বস্তিতে দল টিএমসি। যদিও সরাসরি এ নিয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও, তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা প্রার্থীর ব্যাক্তিগত বিষয় সামনে এনে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন।