কলকাতা ব্যুরো: শুক্রবার সিবিআই দপ্তরে যেতে পারবেন না। মেল মারফত সিবিআইকে জানিয়ে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তবে তাঁর আইনজীবী যাবেন সিবিআই দপ্তরে। এদিকে আজ সিবিআই দপ্তরে হাজির হননি অনুব্রত মণ্ডলও। 

পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল-পরেশ পালের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শওকত মোল্লাকে তলব করে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত রাজনৈতিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত বিধায়ক। তাই ১৫ দিনের মধ্যে সিবিআই দপ্তরে যাওয়া সম্ভব নয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মেল মারফত সিবিআইকে বিষয়টি জানান শওকত মোল্লা। পাশাপাশি ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন তিনি। তবে এদিন বেলা এগারোটায় শওকত মোল্লার আইনজীবী সিবিআই দপ্তরে উপস্থিত হন। সেখানে বিধায়কের হাজিরা না দেওয়ার কারণ বিস্তারিতভাবে জানান তিনি।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডের তদন্তে গতি এনেছে সিবিআই। এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত সন্দেহে একাধিক তাবড় তাবড় নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এ বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি তাঁর থেকেও নানা তথ্য জানতে চাইছে সিবিআই।

এদিকে আজ গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু তৃণমূল নেতা সিবিআই আধিকারিকদের জানিয়েছেন, শারীরিক অবস্থার কারণে আপাতত ১৫ দিন তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে আধিকারিকরা চাইলে বাড়িতে গিয়ে জেরা করতেই পারেন।

Share.
Leave A Reply

Exit mobile version