কলকাতা ব্যুরো: আয় বহির্ভূত সম্পত্তি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল আলিপুরদুয়ারের পরিবহন দপ্তরের হেড এসিস্ট্যান্ট সঞ্জীব পালকে। রাজ্য দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি নামে-বেনামে ৬৮ লক্ষ টাকার সম্পত্তি করেছেন। এর মধ্যে কিছু সম্পত্তি তার স্ত্রীর নামে রয়েছে। শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে ২০ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

সঞ্জীব পাল নবান্নে থাকাকালীন রাজ্য সরকারের বেশকিছু সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন। কর্মীদের মধ্যে তার দাপট ছিল এক সময় প্রবল। শাসক সঙ্গ ছেড়ে একসময় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা শুরু করেন প্রকাশ্যেই। এমনকি বকেয়া ডিএ দেওয়ার দাবিতে আন্দোলনের সামনে দাঁড়িয়ে গলা ফাটাতে তাকে দেখা যেত। ২০১৫ সাল থেকে তিন বছর তিনি নবান্নে কর্মরত ছিলেন। তাকে বদলি করা নিয়ে একসময় যথেষ্টই জলঘোলা হয়েছিল। তার এই গ্রেপ্তারিকে অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার চেষ্টা বলেই অভিযুক্ত করেছে। তার আইনজীবী। তার অভিযোগ, তিনি ইদানিং বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় সঞ্জীব পালকে মিথ্যা মামলায় ফাঁসানো হল।

Share.
Leave A Reply

Exit mobile version