এক নজরে

কঙ্গনার মামলায় হাইকোর্টের নিশানায় সঞ্জয় রাউত

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: কঙ্গনা রানাওয়াতের বাংলো এবং অফিসের একাংশ বেআইনি অভিযোগে ভেঙ্গে ফেলায় এবার বোম্বে হাইকোর্টের নজরে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। বেআইনিভাবে তার বাংলো ভেঙে ফেলার অভিযোগে হাইকোর্টে মামলা করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই মামলায় ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়। যদিও আদালতের রায়ের কয়েক ঘণ্টা আগেই মুম্বাই পুরসভা ভাঙচুর চালায় জানিয়ে, মুম্বাই পুরসভার ‘ এত ব্যস্ততা ‘ নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলে।সেই মামলা ফের ওঠে মঙ্গলবার। ইতিমধ্যে ওই মামলাতেই কঙ্গনা রানাওয়াত পুরসভার কাছে দু’ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। যদিও পাল্টা হলফনামা দিয়ে মুম্বাই পুরসভা তা খারিজ করার আবেদন জানিয়েছে।এই পরিস্থিতিতে এদিন আদালতে মামলা উঠলে শিব সেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতকে মামলায় যুক্ত করে নোটিশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। কেননা শিবসেনার মুখপাত্রের সঙ্গে কঙ্গনার টুইটার যুদ্ধের পরেই, তাকে টুইটারে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের শাসকদলের এই অন্যতম মাথার বিরুদ্ধে। একইসঙ্গে মুম্বাই পুরসভার যে অফিসার বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন, তাকেও মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার ফের মামলাটির শুনানি হবে হাইকোর্টে।