এক নজরে

Padmasree Sanghamitra Banerjee: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাঙালি বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়

By admin

January 30, 2022

কলকাতা ব্যুরো: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন হাওড়ার বাসিন্দা তথা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ৷ প্রখ্যাত বিজ্ঞানী তিনি ৷ মেশিন ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞ হিসাবে কেন্দ্রীয় এই সংস্থায় প্রথম মহিলা ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি ৷ সেই সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দিচ্ছে ভারত সরকার ৷

১৯৯৯ সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি করার পর সেখানেই গবেষক হিসেবে কাজে যোগ দেন ৷ তার আগে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় । এর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন । ১৯৯৮ সালে খড়গপুর আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স বিভাগে স্নাতকোত্তর পাশ করেন ৷ এর পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি করেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ৷

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হওয়ার আগে ২০১৫-২০২০ পর্যন্ত আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, চিন, স্লোভেনিয়া এবং মেক্সিকো-সহ বিভিন্ন দেশে কাজ করেন ৷ তিনি তাঁর কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও ফেলোশিপ পেয়েছেন ৷ তার মধ্যে অন্যতম ভাটনাগর পুরস্কার, ইনফসিস পুরস্কার, ডিবিটি জাতীয় মহিলা বায়সায়েন্টিস্ট পুরস্কার, ইনআই সিলভার জুবলি পুরস্কার ৷

বর্তমানে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী মন্ত্রকের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি গণনীয় বায়োলজি এবং বায়োইনফরমেটিক্স প্রযুক্তির উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন ৷ আন্তর্জাতিক পত্রিকায় তার তিনশোর বেশি গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে ৷ পদ্মশ্রী পাওয়ার খবরে খুশি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তাঁর সহকর্মীরা ৷ এবছরে বিজ্ঞান বিভাগে একমাত্র বিজ্ঞানী হিসাবে তাঁকে পদ্মশ্রী সন্মান দেওয়া হচ্ছে ৷

এনিয়ে পদ্মশ্রী প্রাপক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে অনেক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷ যদিও সেগুলি সবক’টি বিজ্ঞান ভিত্তিক ছিল ৷ তবে পদ্মশ্রী সম্মান পাওয়ার অনুভূতি একদম ভিন্ন ৷ তাঁর কাছে এই ভাল লাগা সম্পূর্ণ আলাদা ৷ তিনি জানিয়েছেন, চিরকালই তাঁর বাহ্যিক উচ্ছ্বাস স্বভাবগতভাবেই কম ৷ তাই পদ্মশ্রী পাচ্ছেন শুনে একেবারে উচ্ছ্বসীত হয়ে পড়েছিলেন সেরকমটা নয় ৷ তবে, এই সন্মান পাওয়ার খবর তাঁকে আনন্দ দিয়েছে ৷ তিনি আনন্দিত এটা ভেবে যে, দেশ তাঁর কাজকে স্বীকৃতি দিচ্ছে ৷