কলকাতা ব্যুরো: রানীগঞ্জ এলাকায় বেআইনি কয়লা খাদান এবং দামোদর নদ থেকে বেআইনি বাড়ি তোলা বন্ধ সহ একগুচ্ছ দাবিতে রবিবার বিক্ষোভ দেখালো সিপিএম। রানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সিপিএম সমর্থকরা বিক্ষোভ অংশ নেন। পরে তারা থানায় গিয়ে অভিযোগ পত্র জমা দেন।
রানীগঞ্জের বক্তারনগর, নাগপুরি, ডামালিয়া, বাসরা, রনাই সহ আশপাশের এলাকায় বেআইনি কয়লা খাদান এর জন্য এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওই বিক্ষোভকারীদের।
একদিকে এলাকায় অসামাজিক কাজকর্ম বাড়ছে, অন্যদিকে বেআইনি কয়লা খাদান তৈরির ফলে ওইসব এলাকা যেকোনো মুহূর্তে বড় ধসের কবলে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। একই সঙ্গে পাল্লা দিয়ে চলছে বেআইনি বালি তোলা। দামোদর চর এলাকা থেকে বেআইনিভাবে বাড়ি তোলায় নদীর ধারে মৃত্যুকূপ তৈরি হচ্ছে বলে অভিযোগ।
এর ফলে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়তে পারে রানীগঞ্জ- মেজিয়া সেতু এবং রানীগঞ্জ জল প্রকল্প। এইসব অসামাজিক কাজকর্ম সঙ্গেই এলাকায় আদিবাসীদের জমি হাতানোর একটি চক্র এলাকায় দাপাচ্ছে বলেও অভিযোগ। বাড়ছে মাদক কারবারীদের আনাগোনা।