কলকাতা ব্যুরো: সল্টলেক স্টেডিয়ামের নাম বদলে গেল। মূলত ফুটবল খেলোয়ারদের কথা মাথায় রেখেই নতুন নাম হল, দি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। দেশের অন্যতম দুই প্রাক্তন কিংবদন্তি ফুটবলার পিকে বন্দোপাধ্যায় ও চুনী গোস্বামীর ছবি রাখা থাকবে এই স্টেশনে।
এই উপলক্ষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার মনোজ জোসি, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় প্রমূখ।

Share.
Leave A Reply

Exit mobile version