কলকাতা ব্যুরো: দু’ দশক পেরিয়ে গেলেও কৃষ্ণসার হরিণ শিকার মামলায পিছু ছাড়ল না সলমান খানের। রাজস্থানের যোধপুর জেলা আদালত জানিয়ে দিয়েছে, ওই মামলায় এবং অস্ত্র আইনে ২৮ সেপ্টেম্বর শুনানি হবে। ওইদিন আদালতে হাজির থাকতে হবে সলমান খানকে। এদিন তার আইনজীবী আদালতের কাছে অভিনেতার হাজিরা আটকাতে আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দেয়, শুনানির প্রথম দিন হাজির হতে হবে সলমানকে। কেননা শুধু বেআইনিভাবে কৃষ্ণসার হরিণ শিকার মামলাই নয়, তার কাছ থেকে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।
যদিও এই মামলায় নিম্ন আদালত প্রমাণের অভাবে খালাস করেছিল বলিউড অভিনেতাকে। কিন্তু রাজস্থান সরকার সেই রায় চ্যালেঞ্জ করে জেলা ও দায়রা আদালতে মামলা করে। যোধপুরের ওই আদালত ২৮ সেপ্টেম্বর হাজির হতে হবে তাকে।
হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং করতে গিয়ে হাজার ১৯৯৮ সালের ৭ মে যোধপুরের জঙ্গলে কৃষ্ণসার হরিণ খুনে অভিযুক্ত হন সলমান খান। কুড়ি বছর পরে ২০১৮ সালে ওই ঘটনায় তার পাঁচ বছরের জেল হয়। তার বিরুদ্ধে আদালতে আবেদন করেন। আবার তার জামিনের আবেদন পেয়ে ওই ঘটনায় জামিন দিয়ে দেয় জেলা ও দায়রা আদালত।