কলকাতা ব্যুরো: সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হলেন সলমন খান। শনিবার বড়দিনের ছুটি কাটাতে পনভেলে নিজের ফার্মহাউজে ছিলেন তিনি। সেই সময়ই গভীর রাতে তাঁকে সাপে কামড়ায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নবি মুম্বইয়ের কামোথে এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। তবে জানা গিয়েছে, সাপটি বিষহীন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে। তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।
ঠিক কীভাবে ঘটল এই বিপত্তি? জানা যাচ্ছে, ফার্ম হাউসের সামনের বাগানেই সম্ভবত সাপটি ছিল। ওই বাগানের আশপাশে বহু ঝোপজঙ্গলে কার্যত জঙ্গল হয়ে থাকে। সেখানেই কোথাও ছিল সেটি। ঘটনার সময় সলমন বন্ধুদের সঙ্গে ওই বাগানের কাছেই বসে কথা বলছিলেন। আচমকাই সেটি সলমনকে কামড়ে দেয়। তৎক্ষণাৎ সঙ্গে থাকা বন্ধুদের তৎপরতায় দ্রুত হাসপাতাল ছোটেন বলিউডের মহাতারকা।
তবে সাপটি বিষহীন হলেও চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি। কামড়ের জায়গা যাতে কোনও ভাবেই বিষিয়ে না যায়, সেজন্য ভাল করে অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়। সারা রাত হাসপাতালে রাখা হয়েছিল সলমনকে। সকাল ৮টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই ফের ফার্ম হাউসে ফেরেন তিনি। এই মুহূর্তে ‘বিগ বস’ সঞ্চালনা করার পাশাপাশি ‘টাইগার থ্রি’র শুটিং শেষ করেছেন সলমন। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এর বাইরে সলমনের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ও বেশ জনপ্রিয়। সেটা নিয়েও ব্যস্ত থাকেন তিনি।