এক নজরে

তালিবানের বিরুদ্ধে গর্জে ওঠা মহিলা গভর্নর সালিমা মাজারি আফগানিস্তানে বন্দি

By admin

August 18, 2021

কলকাতা ব্যুরো: তালিবানি তাণ্ডবের হাত থেকে বাঁচতে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়েছেন আশরাফ ঘানি। দেশ ছেড়েছেন উচ্চপদস্থ আরও বহু কর্তা। রাজনীতিকরা কাবুল ছেড়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। তবে এরই মাঝে তালিবানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছিলেন আফগানিস্তানের বলখ প্রদেশের গভর্নর সালিমা মাজিরা। জানা গিয়েছে সেই সালিমাকে আটক করল তালিবান জঙ্গিরা।

বর্তমানে আফগানিস্তানের উত্তরে অবস্থিত পঞ্জশির বাদে বাকি সব প্রদেশই দখল করেছে তালিবানরা। প্রাথমিক ভাবে আফগান সেনা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও পরবর্তীতে তালিবানরা সহজেই কাবুল দখল করে নেন ১১ দিনের মধ্যে। তবে বলখে প্রতিরোধ গড়েছিলেন সালিমার বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গোটা দেশে একমাত্র মহিলা গভর্নর ছিলেন সালিমা। আফগানিস্তানের ইতিহাসে তিনি তৃতীয় মহিলা হিসেবে এই পদে বসেছিলেন। বল‌খ প্রদেশ এবং তাঁর নিজের জেলা চাহার কিন্টকে তালিবান মুক্ত রাখতে চেয়েও পারেননি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে সালিমাকে বন্দি করেছে তালিবান জঙ্গিরা।

এর আগে বলা হয়েছিল সব সরকারি কর্মচারীকে ‘সাধারণ ক্ষমা’ প্রদান করা হবে। তবে কথাই সার। সরকারি পদে থাকা মহিলা গভর্নরকে বন্দি বানিয়েছে তালিবান। এদিকে মঙ্গলবারই আফগানিস্তানের সরকারি বিভাগের আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিল। একটি বিবৃতি জারি করে জঙ্গি সংগঠন তালিবানের তরফে বলা হয়, সরকারি কর্মচারীদের ক্ষমা করা হয়েছে এবং তাঁরা নিজেদের কাজে ফিরতে পারবেন। প্রসঙ্গত, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগে থেকেই সব সরকারি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল।