এক নজরে

#actrespallavidey: পল্লবী দে-এর রহস্য মৃত্যুতে গ্রেফতার লিভ-ইন পার্টনার সাগ্নিক

By admin

May 17, 2022

কলকাতা ব্যুরো: অবশেষে অভিনেত্রী পল্লবী দে রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী। মঙ্গলবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গড়ফা থানার তদন্তকারী আধিকারিকরা।

সোমবার সন্ধ্যেবেলা পল্লবীর পরিবারের তরফ থেকে গড়ফা থানার খুনের মামলা রুজু করা হয় সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে। এরপরেই গতরাতে গাঙ্গুলি বাগান-এর পল্লবীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় গড়ফা থানার পুলিশ, সঙ্গে ছিল সাগ্নিক চক্রবর্তী নিজেও। সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় গাঁজা এবং হুক্কার মতো মাদকদ্রব্য। তবে শুধু খুনের মামলা নয়, সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয় সাগ্নিকের বিরুদ্ধে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই সাগ্নিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কীভাবে তিনি পল্লবীর কাছ থেকে বারবার টাকা নিতেন এবং বিলাসবহুল জীবন কাটাতো সেই নিয়ে প্রশ্ন করা হলে, সদুত্তর দিতে পারেনি সাগ্নিক চক্রবর্তী। অবশেষে গড়ফা থানার তদন্তকারী আধিকারিকরা টেলি অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায় এবং আর্থিক প্রতারণার অভিযোগে লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনায় আর কী কী তথ্য পাওয়া যায়, তার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা বলে জানা গিয়েছে।