এক নজরে

Russia Plane Crash: রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৬

By admin

October 10, 2021

কলকাতা ব্যুরো: ভয়াবহ বিমান দুর্ঘটনা মধ্য রাশিয়ায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, মাঝআকাশ থেকেই ভেঙে পড়ে L-420 বিমানটি। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ৭ জনকে এখনও পর্যন্ত বাঁচানো সম্ভব হয়েছে। বিমানটিতে ছিলেন প্যারা সুটিস্টরা।

সংবাদ সূত্রে খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ রিপাবলিক অফ তারাস্তানের উপর ভেঙে বিমানটি। বিমানটিতে ছিলেন ২৩ জন যাত্রী। তাদের মধ্যে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় সাতজনকে উদ্ধার করা গিয়েছেন সরকারি সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে শীঘ্রই সেখানে পৌঁছে যান সরকারী উদ্ধারকারীরা। জীবিত যাত্রীদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তবে কী কারণে কীভাবে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। খোঁজ চলছে বিমানের ব্ল্যাকবক্সের। রাশিয়ার মন্ত্রকের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে একদম মাঝখান থেকে দুটুকরো হয়ে গিয়েছে। রাশিয়ান নিউজ এজেন্সি সূত্রে খবর, বিমানটি ভলান্টিয়ার সোসাইটি ফর অ্যাসিসটেন্সের। এরা সংস্থাটি রাশিয়ান সেনা, নৌবাহিনী, বায়ুসেনাকে বিভিন্নভাবে সাহায্য করে। সংস্থাটি নিজেকে খেলা ও প্রতিরক্ষার সঙ্গে যুক্ত সংস্থা বলেই পরিচয় দেয়। এদিন ওই বিমানের ২৩ জন যাত্রীই ছিলেন প্যারাশুট জাম্পারস। বিমান থেকে প্যারাশ্যুট নিয়ে ঝাঁপ দিয়ে কসরত দেখাতেন ওঁরা।

এর আগেও রাশিয়ায় দু’টি এল-৪১০ বিমানে দুর্ঘটনার কবলে পড়েছিল। মাসখানেক আগে পরীক্ষামূলক ভাবে উড়ানের সময় ভেঙে পড়ল রাশিয়ার একটি প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান। জানা গিয়েছে, এই Il-112V বিমানটি মস্কোও থেকে প্রায় ৪৫ কিমি পশ্চিমে কুবিনকা বিমানবন্দরে আসছিল। কিন্তু একটি জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দু’জন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ওই বিমানটিতে ছিলেন। রিপোর্ট মোতাবেক তিন জনেরই মৃত্যুর খবর মেলে।