এক নজরে

#Rupee Record Low : টাকার মূল্যে সর্বকালীন পতন

By admin

July 16, 2022

কলকাতা ব্যুরো: বিশ্ববাজারে টাকার অবমূল্যায়ন (Rupee Record Low) নিয়ে বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিন ধরেই মার্কিন ডলার পিছু টাকার মূল্য প্রায় ৮০ টাকা! যা সর্বকালীন রেকর্ড। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে মোদি সরকারকে কাঠগড়ায় তুলে সমালোচনায় সরব বিরোধীরা।

শনিবারের হিসেব বলছে এক মার্কিন ডলারের মূল্য ভারতীয় অঙ্কে ৭৯ টাকা ৭২ পয়সা। এই অবস্থায় কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পুরনো টুইটের স্ক্রিনশট শেয়ার করছেন। ২০১৩ সালের সেই পোস্টে তৎকালীন বিরোধী নেতা মোদি ইউপিএ সরকারকে কটাক্ষ করে লিখেছিলেন, ইউপিএ সরকার ও টাকার মধ্যে যেন প্রতিযোগিতা চলছে কে আগে মুখ থুবড়ে পড়বে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবার কেন্দ্রকে খোঁচা মেরে এই পরিস্থিতিকে ‘অমৃতকাল’ বলে উল্লেখ করেছেন তাঁর টুইটে। তাঁর পোস্টে তিনি দাবি করেন, যখন টাকার দাম (Rupee Record Low) ডলার পিছু ৫০ বা ৬০ টাকা ছিল, তখন বিরোধীর আসনে থাকা বিজেপির অভিযোগ ছিল ভারত সংকটে এবং টাকা আইসিইউয়ে রয়েছে। কিন্তু এখন টাকার দাম ৭০ পেরোতেই বিজেপি ‘আত্মনির্ভর’ হয়ে ওঠার কথা বলছে। আর ৮০ টাকা ছোঁয়ার মুহূর্তে যেন দাবি করতে চাইছে এটা ‘অমৃতকাল’।
এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম দাবি করেছেন, ২০১৩ সালে টাকার মূল্য (Rupee Record Low) ডলার পিছু ৬৯ টাকা হওয়ার পরে তার মাসেই তা কমিয়ে ৫৮ টাকায় নামাতে সক্ষম হয়েছিল তৎকালীন ইউপিএ সরকার।

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে চাপ বাড়ছে বিজেপির উপরে। যদিও কেন্দ্রের দাবি, বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবেই টাকা এভাবে মুখ থুবড়ে পড়ছে। তবে যেভাবে ক্রমাগত পড়ছে টাকার দাম, তার একাধিক প্রভাব পড়তে পারে বাজারে। টাকার দাম নিম্নমুখী হয়ে পড়ার ফলে অশোধিত তেল, কয়লা, লোহা, স্টিল, ইলেকট্রিক পণ্য, প্লাস্টিক, সার, সোনা আমদানির খরচ বাড়তে পারে। পাশাপাশি খরচ বাড়বে বিদেশে শিক্ষা ও বেড়াতে যাওয়ার। বাড়বে মুদ্রাস্ফীতিও।