কলকাতা ব্যুরো: অ্যান্টি রেডিয়েশন মিসাইল, রুদ্রম এর পরীক্ষামূলক সাফল্য পেল ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মিসাইল উৎক্ষেপণের সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতীয় বায়ুসেনার জন্য এই এন্টি রেডিয়েশন মিসাইল তৈরি করেছে ডিফেন্স রিচার্জ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডি আর ডি ও। শুক্রবার বালাসরে এটির সফল উৎক্ষেপণ হয়। প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে সাফল্যের কথা উল্লেখ করে টুইটে জানিয়েছেন, নতুন প্রজন্মের এন্টি রেডিয়েশন মিসাইল -১ , যা ভারতের প্রথম সাফল্য ডিআরডিও তৈরি করেছে বায়ু সেনার জন্য। বালাসরের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, এটা একটা অসামান্য সাফল্য।

রুদ্রমকে উৎক্ষেপণ করলে সে রেডিয়েশন লক্ষ্য করে একেবারে নির্দিষ্ট ভাবে লক্ষ্যে হিট করবে।

Share.
Leave A Reply

Exit mobile version