এক নজরে

পিএম কেয়ার ফান্ড নিয়ে তথ্য মিলল অবশেষে

By admin

August 30, 2020

কলকাতা ব্যুরো : পিএম কেয়ার ফান্ড নিয়ে তথ্য মিলল অবশেষে । বিরোধীদের খোঁচা খেয়ে কেন্দ্র তার ওয়েবসাইটে তথ্য দিতে বাধ্য হলো। তথ্য থেকে জানা গেছে, পিএম কেয়ার ফান্ড চালু হবার প্রথম পাঁচ দিনের মধ্যেই এই ফান্ডে ৩ হাজার ৮৬ কোটি টাকা ঢুকে গিয়েছিল। সূত্র বলছে, এর মধ্যে ৩৯.৬৮ লাখ এসেছিল বৈদেশিক মুদ্রায়।২০১৯- ২০ অর্থবর্ষে পি এম কেয়ার ফান্ড এ ৩ হাজার ৭৬ কোটি টাকা আসে। এই ফান্ড পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট বলে ২০১৯-২০ অর্থবর্ষ শেষ হবার ৫ দিন আগে ২৭ মার্চ ২০২০তে রেজিস্টার হয়। প্রথম ঘণ্টার মধ্যেই ডোনাররা কোটি কোটি টাকা ওই ফান্ড-এ জমা করতে চায় বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই তহবিলের টাকা যে খাতে ব্যয় করা হয়েছে তা নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিরোধিতা এই নিয়ে হইচই করার ফলস্বরূপ যে এই তথ্য ওয়েবসাইটে দেওয়া হয় তা বলাই বাহুল্য। এর আগে তথ্যের অধিকার আইনে ও সমস্ত অনুরোধ পিএমও উড়িয়ে দিয়েছিল।

এপ্রিল মাস থেকে পি এম কেয়ার এ কোথা থেকে টাকা এলো? খবর নিয়ে জানা যাচ্ছে ১০০০কোটি টাকা পিএম কেয়ার ফান্ড এ এসেছে পাবলিক সেক্টর জ্বালানি কোম্পানি গুলি থেকে। ৫০০ কোটি টাকা এসেছে দেশের সামরিক মন্ত্রক এবং আরও ৫০০ কোটি করে এসেছে দুজায়গা থেকে। প্রথম টাটা গ্রুপ থেকে এবং দ্বিতীয়তঃ রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে।

এর মধ্যে মে মাসের ১৩ তারিখ পিএমও থেকে জানানো হয়, পিএম কেয়ার ফান্ড এর থেকে ৩১০০ কোটি পরিযায়ী শ্রমিকদের উন্নতি , ভেন্টিলেটর কেনা এবং করোনা ভ্যাকসিন তৈরির কাজে খরচের পরিকল্পনা করা হয়েছে।