এক নজরে

Royal Bengal Tiger: অবশেষে চামটার জঙ্গলে ফিরলেন দক্ষিণরায়

By admin

February 23, 2022

কলকাতা ব্যুরো: সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর মিঠেখালি এলাকা থেকে উদ্ধার করা বাঘ অবশেষে ছেড়ে দেওয়া হলো সুন্দরবনের চামটার জঙ্গলে। জানা গিয়েছে, গত দু’দিন তাকে পর্যবেক্ষণে রেখেছিল বনদপ্তর। ৫ জনের একটি কমিটিও গঠন করা হয়েছিল। মঙ্গলবার কমিটি সিদ্ধান্ত নেয় বাঘটির শারীরিক কোনো সমস্যা নেই। আর তারপরই মঙ্গলবার সকালে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হলো বাঘটিকে। বন দফতরের তরফে জানানো হয়েছে বর্তমানে বাঘটি পুরোপুরি সুস্থ রয়েছে।

রায়মঙ্গল নদী পেরিয়ে সন্দেশখালি মণিপুর গ্রামপঞ্চায়েতের মিঠাখালি গ্রামে ঢুকে পড়েছিল বাঘটি। দক্ষিণরায়ের হামলায় জখম হন এক কৃষক। তাঁকে ভর্তি করা হয় সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে। এরপরই বাঘটিকে জালবন্দি করতে সমস্ত রকম চেষ্টা শুরু করে বনদফতরের কর্মীরা। রবিবার সকাল থেকে শুরু হয় বাঘ ধরার চেষ্টা। বসিরহাট রেঞ্জের বাগনা বিটের বনাধিকারিকরা আসেন এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় দীর্ঘক্ষণ ধরে জাল পাতা হয়। সেই বেড়াজাল পাতার সময়ও একবার বাঘ আক্রমণের চেষ্টা করে বলে জানান স্থানীয়রা।

যদিও সেই সময় বাঁশ, লাঠি উঁচিয়ে পাল্টা প্রতিরোধ করেন এলাকার লোকজন। বাঘটি জঙ্গলে ঢুকে যায়। কম বেশি তিনবার বাঘটিকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে গুলি করা হয়। সেই ঘুমপাড়ানি গুলি খেয়েই নিস্তেজ হতে থাকে রয়াল বেঙ্গল টাইগার। পরিস্থিতি অনুকূল বুঝেই তারপর গ্রামবাসীদের সহযোগিতায় কাদায় মাখামাখি বাঘটিকে উদ্ধার করে। তাকে নিয়ে যাওয়া হয় বাগনা বিটে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর দক্ষিণরায়কে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হলো।

সুন্দরবনের বিভিন্ন গ্রামে গত এক বছরে বারবার বাঘ ঢুকেছে। কিছুদিন আগেই কুলতলিতে বাঘ বন্দির ‘খেলা’য় নাভিশ্বাস ওঠার জোগাড় হয় বনকর্মীদের। ছ’ রাত আতঙ্কে চোখের পাতা এক করতে পারেনি কুলতলির মানুষ। এরইমধ্যে একাধিক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার খবর ঘিরেও হইচই পড়ে যায়। গোসাবাতেও বাঘ ঢুকেছিল ক’দিন আগেই।