এক নজরে

Tiger Panic Sunderban: পাথরপ্রতিমায় এবার জোড়া বাঘের আতঙ্ক

By admin

February 06, 2022

কলকাতা ব্যুরো: আবারও বাঘের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। শনিবার রাতে বাঘের উপস্থিতি বুঝতে পারেন পাথরপ্রতিমা এলাকার পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা পাথরপ্রতিমার ঠাকুরান নদীর চরে একজোড়া বাঘ দেখতে পান বলে দাবি করেন। রবিবার সকালে ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। বাঘের পায়ের ছাপ দেখার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে।

খবর পেয়েই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পায়ের ছাপ অনুযায়ী তল্লাশি শুরু করেন বনকর্মীরা। যদিও দিনের আলো ফোটার পর এখনও পর্যন্ত বাঘের দেখা মেলেনি। সম্প্রতি, কয়েকদিন আগেই রায়দিঘিতে বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গ্রামবাসীদের মধ্যে। রায়দিঘির পর আবার পাথরপ্রতিমা সেই আতঙ্কের ছবিটা আবার ফিরে এল। পরিবেশবিদদের অভিযোগ, বাঘের বাসস্থান কেড়ে নিচ্ছে মানুষ। তাই বাঘ বারবার লোকালয়ে হানা দিচ্ছে।

বাঘের সন্ধানে বন দফতেরর কর্মীরা রবিবার সকাল থেকেই জঙ্গলের মধ্যে তল্লাশি অভিযান শুরু করে। বাঘের আতঙ্ক জেরে স্থানীয় মানুষজন ঘরবন্দি হয়ে পড়েছেন। যদিও, এখন বাঘের সন্ধান পাননি বনকর্মীরা। গোটা এলাকা নজরদারি চলছে।

তবে এদিকে, বাঘের আতঙ্কে জেরবার হয়ে পড়ছেন সুন্দরবনের বাসিন্দারা। কখনও এই জঙ্গলে তো কখনও ওই জঙ্গলে বারবার খোঁজ মিলছে দক্ষিণরায়ের। ফলত একাধিকবার স্থানীয় মানুষরা ঘরবন্দি হয়ে পড়েছেন। জরুরী কাজ ছাড়া বাসিন্দাদের কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। এমনই ওই এলাকার মানুষজন মূলত মৎস্যজীবী। দিন এনে দিন খেয়ে চলে সংসার। তারমধ্যে বারবার এমন আতঙ্কে রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছেন প্রত্যেকে। এদিকে, শনিবার বিকেলে দু’টি বাঘকে জঙ্গলের মধ্যে পাশাপাশি বসে থাকতে দেখে মোবাইলে ছবি তোলেন এক মৎস্যজীবী।