কলকাতা ব্যুরো: বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির মালিক গৌতম কুন্ডুর দক্ষিণ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য তার পরিবারকে নোটিশ দিল এনফর্সমেন্ট ডাইরেকটোরেট বা ইডি। যাদবপুরের সাউথ সিটি আবাসনে ওই তিনটি ফ্ল্যাটে এখন থাকেন গৌতম কুন্ডু পরিবার। তাদের দ্রুত ফ্ল্যাট খালি করতে নোটিশ দিয়েছে। রোজ ভ্যালির বিভিন্ন রকমের বেআইনি সম্পত্তি এখন দখল নেওয়া হচ্ছে ইডির তরফে।
গত ফেব্রুয়ারীতে প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তির দখল নিয়েছিল ইডি। বিভিন্ন সময়ে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড, সেন্ট জেভিয়ার্স কলেজ সহ বহু হোটেল ও রিসোর্ট এ টাকা লগ্নি করেছিলেন রোজভ্যালির মালিক। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর রামনগর ও মহিষাদলের ২৪ একর জমির দখল নেয় কেন্দ্রীয় সংস্থা। প্রতারণা করে তোলা টাকায় মুম্বাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা হয়েছিল। নিউ টাউনে এক একর জায়গা কেনা হয় ওই বেআইনিভাবে টাকায়। সেই সব সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়া কিছু সম্পত্তি বিক্রি করে পাওয়া টাকা এবং বেশ কয়েকটি ব্যাংক একাউন্টে মোটা টাকা এখনো গচ্ছিত রয়েছে ই ডি র কাছে। সেই সব ব্যাংক একাউন্ট সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সোনার দোকান, গয়না, ফ্ল্যাট, জমি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাউথ সিটির ফ্ল্যাটের মতোই এবার সেই সব সম্পত্তিও নিজেদের হেফাজতে নিতে চায় এনফর্সমেন্ট ডাইরেক্টরেট।
২০১৫ সালে গৌতম কুন্ডু ইডি র হাতে গ্রেফতার হওয়ার পর হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত। এরইমধ্যে এনফর্সমেন্ট ডিরেক্টর টে কলকাতায় পুরনো টিমকে প্রায় সরিয়ে দিয়ে, নতুন দল আনা হয়েছে। জয়েন্ট ডিরেক্টর লেভেলের অফিসারকেও বদলি করা হয়েছে। সেই জায়গায় নতুন দল আসার পরেই নতুন করে নোটিশ পাঠানো শুরু হয়েছে।