এক নজরে

জুভেন্টাসেই রোনাল্ডো, যোগ দিতে পারেন সুয়ারেজও

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জুভেন্টাসেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই বিখ্যাত তারকা ফুটবলার নিজেই এই কথা জানিয়ে দিলেন।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, “জুভেন্টাস হয়ে এবার ইতালি, ইউরোপ এবং গোটা বিশ্বজয়ের জন্য তৈরি হচ্ছি।”তবে আসন্ন মরশুমে তার সঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসির সতীর্থ সুয়ারেজকে। সুয়ারেজের জুভেন্টাসে আসার সম্ভাবনা প্রবল হয়েছে। কারণ আগামী মরশুমে যে সুয়ারেজকে দলে রাখা হবে না সে সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছে বার্সিলোনা।