এক নজরে

প্রয়াত মহাকাশ বিজ্ঞানী রোদ্দাম নরশিমা

By admin

December 15, 2020

কলকাতা ব্যুরো: প্রয়াত মহাকাশ বিজ্ঞানী পদ্মবিভূষণ প্রাপ্ত রোদ্দাম নরশিমা। জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ৮ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এর সঙ্গে একসময় যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃ্ত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী। তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন।

১৯৩৩ সালের ২০ জুলাই বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রোদ্দাম নরশিমা। মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৬২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আইআইএসসি-তে মহাকাশ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন। ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ়-এ ১৯৮৪ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডিরেক্টর পদে ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের ইঞ্জিনিয়ারিং মেকানিকসের চেয়ারপার্সনও ছিলেন রোদ্দাম।

মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে তাঁকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের কাছের মানুষদের অন্যতম ছিলেন তিনি। তাঁরা যৌথভাবে ‘ডেভেলপমেন্টস ইন ফ্লুইড মেকানিকস অ্যান্ড স্পেস টেকনোলজি’ নামে একটি বই লেখেন।