কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) ব্যাঙ্কের পেমেন্ট তুলে অফিসে আসার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক কর্মচারীর কাছ থেকে টাকা লুঠ করলো দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায়। অভিজিৎ সেন নামে ওই ব্যক্তির কাছ থেকে টাকা লুঠ করে দুষ্কৃতীরা।
এই ঘটনায় তদন্তে নেমেছে কোতোয়ালি থানা। এর আগেও ওই এলাকায় এমন ঘটনা ঘটেছিলো। তার সঙ্গে এই ঘটনার যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।