এক নজরে

জলের দাবিতে রাস্তা অবরোধ বারাবনীতে

By admin

March 15, 2021

কলকাতা ব্যুরো: গরম পরতেই জলের দাবিতে অবরোধ শুরু হলো আসানসোলে। সোমবার বারাবনি ব্লকের বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত মাঝিয়ারা গ্রামে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।

ফলে পানীয় জলের দাবিতে এই অবরোধে বেশ কিছুক্ষণ আসানসোল থেকে দোমহনি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে বারাবনি থানার পুলিশ ও বারাবনি পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার এসে মহিলাদের জলের ব্যাবস্থা করার আশ্বাস দেন। এর জন্য কয়েকদিনের জন্য সময় নিয়েছে প্রশাসন। আশ্বাস পেয়ে তারপর তারা পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।ছবি: মনোজ শর্মা