এক নজরে

#KolkataAccident: কলকাতার রাস্তায় বেপরোয়া গতির জের

By admin

June 05, 2022

কলকাতা ব্যুরো: বেপরোয়া গতির জের। সাতসকালে খাস কলকাতায় ফের উলটে গেল পণ্যবাহী গাড়ি। রবিবার সকালে হেস্টিংসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ম্যাটাডোরটি। পণ্যবাহী গাড়ি হলেও তাতে ১৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সকলেই কমবেশি আহত হয়েছেন বলে খবর। গুরুতর আহত ২ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হেস্টিংস রোডের দিকে যাওয়ার পথে কমিশনারেট ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ম্যাটাডোরটি। ছিটকে পড়েন যাত্রীরা। এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক চালক। তার খোঁজ চলছে। গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক মদ্যপ ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, ম্যাটাডোরে মোট ১৫জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা, ২ শিশু এবং বাকির পুরুষ। সকলেরই চোট আঘাত রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেপরোয়া গতির জেরে কলকাতার রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি, বেআইনি হওয়া সত্ত্বেও পণ্যবাহী গাড়িতে যাত্রীর বহন করার প্রবণতা বাড়ছে। যার দরুন এধরনের দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে শহর কলকাতায়। কিছুদিন আগেই মা ফ্লাইওভারে এমনই এক পণ্যবাহী গাড়ি উলটে ৫ জনের মৃত্যু হয়। জখম কয়েকজন এখনও ট্রমার মধ্যে রয়েছেন।