কলকাতা ব্যুরো: শহরে ফের পথ দুর্ঘটনা। বৈষ্ণবঘাটা পাটুলিতে দুর্ঘটনায় মৃত্যু একজনের। আহত হয়েছেন আরও ৪। জানা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। শুক্রবার সকালে বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাওয়ার সময় পথেই দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে। বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর বলেই খবর। গাড়িতে এই পাঁচ যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে পাঁচ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, মৃতের নাম সিরাজুল সর্দার, বয়স ৪০ বছর। তিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। আহত বাকি চারজনও দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের বাসিন্দা। আহত হন গাড়ির চালক অমিত সর্দার, তাঁর বয়স ৩৩ বছর। বাকি আহতরা হলেন সইদুল শেখ, আসাদুল শেখ এবং ভাস্কর পুরকাইত। জানা গিয়েছে, গাড়িটি শোভাবাজার থেকে ফিরছিল।
প্রসঙ্গত, কয়েকদিন আগে রাতের শহরে জোড়া দুর্ঘটনা ঘটেছিল। রাত সাড়ে ১০টা নাগাদ যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছিল। এক কিশোরী-সহ আহত ৬ জন জখম হন। ঘটনায় লেক গার্ডেন্সের বাসিন্দা রাহুল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে তিনজন সওয়ারি ছিলেন। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি।