এক নজরে

সঙ্গী এবার বাঙালি সেন্টিমেন্ট

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য নিয়ে প্রথম থেকে সোচ্চার হওয়ার পর মাদক ইস্যুতে মুখ খোলায় সারাদেশে এখন আলোচনার বিষয় কঙ্গনা রানাওয়াত। আর কঙ্গনা বনাম মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে নিয়ে এখন দু ভাগ নেট দুনিয়া। এরইমধ্যে শিবসেনাকে পিছন থেকে সমর্থনের অভিযোগে কংগ্রেসকেও একটি মহল কাঠগড়ায় তুলছে।

যদিও বাঙালি সেন্টিমেন্ট গুঁজে দিয়ে সেই রেহা চক্রবর্তীর গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতার রাস্তায় কংগ্রেস নেমে পড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে। শনিবার প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে ওয়েলিংটন মোড় পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন মনোজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মিত্র, ঋজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, সৌরভ প্রসাদ সহ রাজ্য নেতারা।

মহারাষ্ট্র শিবসেনার সঙ্গে বিজেপির কঙ্গনা রানাওয়াতকে কেন্দ্র করে তাল ঠোকাঠুকির মধ্যেই কংগ্রেস এবং শিবসেনার যোগ নিয়ে সোচ্চার হয় একটা অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় প্রদেশ কংগ্রেসের রেহা চক্রবর্তীর গ্রেপ্তারিকে ফাঁসানোর অভিযোগ নিয়ে এখন নতুন ইস্যু অধীরের কংগ্রেস শুরু করলো বলে মনে করছে রাজনৈতিক মহল।